পুরুলিয়া: দল বিরোধী কাজের জন্য তিন নেতাকে সাসপেন্ড করল পুরুলিয়া জেলা বিজেপি এই মর্মে গতকাল বিজেপি জেলা নেতৃত্ব একটি চিঠির মাধ্যমে তাদের তালিকা প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায়। তালিকার মধ্যে রয়েছেন এসসি মোর্চা নেতা স্বপন বাউরি, যিনি গত বিধানসভা নির্বাচনে দলের নির্দেশ অমান্য করে নির্দল হিসেবে পাড়া বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করেন। শুভদীপ পরামানিক লিগাল সেলের কনভেনার কাশিপুর বিধানসভার, যিনি দীর্ঘদিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে দল ও দলীয় নেতৃত্ব সম্পর্কে কুরুচিকর অপমানজনক মন্তব্য করেছিলেন এবং অশ্বিনী সিং সর্দার যিনি বলরামপুর বিধানসভায় বিধানসভা নির্বাচনে দলের নির্দেশ অমান্য করে নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এই অভিযোগে তাদের বহিষ্কার করে দল এরপরই দলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন এই তিন নেতা। স্বপন বাউরি জানান প্রকৃত কর্মীদের মর্যাদা দেওয়া হচ্ছে না যারা দুর্নীতির সাথে যুক্ত তাদের বিধানসভায় টিকিট দেওয়া হয়েছে, এখন দলে কিছু জন শয়তান ঢুকে গেছে যারা টাকার বিনিময়ে টিকিট নিলাম করেছেন, পাশাপাশি তিনি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কে ধৃতরাষ্ট্র বলে কটাক্ষ করেছেন। সাসপেন্ড নেতা শুভদীপ পরামানিক জানান তিনি কোন দল বিরোধী মন্তব্য সোশ্যাল মিডিয়ায় করেননি তিনি মনে করেন, পাশাপাশি তিনি দাবি করেন দলে দুর্নীতিগ্রস্ত রয়েছেন “না খায়েঙ্গে না খানে দেঙ্গে “,বিষয়টি রাজ্য নেতৃত্ব কে জানাব। আরেক সাসপেন্ড নেতা অশ্বিনী সিং সর্দারের অভিযোগ এই দলে পুরনো কর্মীদের কোনো মর্যাদা নেই তাই তিনি গত বিধানসভা নির্বাচনে নির্দল প্রার্থী হয়েছিলেন, পাশাপাশি তিনি দলের একাধিক নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন। তৃণমূল জেলা সাধারণ সম্পাদক হাজারী বাউরি জানান বিজেপি দলের মধ্যে ভাগবাটোয়ারা নিয়ে অন্তর্কলহ প্রকাশ্যে এসেছে তাদের দলের মধ্যে কোন আইন শৃঙ্খলা নেই এই ঘটনা তার প্রমাণ।