আদ্রা: রেলের বেসরকারিকরণ রুখতে আন্দোলনের রুপরেখা স্থির করতে দুই দিনের বৈঠক রেলকর্মী সংগঠন মেনস কংগ্রেসের। রেলকে বেসরকারিকরণের রুপরেখার অপর দক্ষিণ পূর্ব রেলওয়ে মেন্স কংগ্রেস ওয়ার্কিং কমিটি ও জেনারেল কাউন্সেলিং এর এক মিটিং করা হলো আদ্রা রেলওয়ে কমিউনিটি হলে। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আদ্রা রেলওয়ে ডিভিশন ম্যানেজার নবীনকুমার, পুরুলিয়া জেলা পরিষদ সভাপতি সুজয় ব্যানার্জি সংগঠনের কার্যকরী সাধারণ সম্পাদক শশী রঞ্জন মিশ্রা এছাড়াও আদ্রা রেলওয়ে ডিভিশন এবং দক্ষিণ পূর্ব রেলওয়ে মেন্স কংগ্রেসের একাধিক কর্মীবৃন্দ, এরই পাশাপাশি মঞ্চে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলার বিশিষ্ট নেতা বর্গীয়রা। এই সভাটি কে পরিচালনা করে, আদ্রা রেলওয়ে ডিভিশনাল কো-অর্ডিনেটর রবি চ্যাটারজি মহাশয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here