রঘুনাথপুর-একুশে জুলাই তৃণমূলের শহীদ সমাবেশকে সাফল করার লক্ষ্যে রঘুনাথপুর শহরে বেশ কিছু জায়গায় লাগানো হয়েছে প্রচার ব্যানার। তবে এই ব্যানার গুলিতে দল নেত্রী মমতা বন্দোপাধ্যায়ের ছবি ছাড়াও জেলা ও স্থানীয় নেতাদের ছবি গুলি ঢেকে দেওয়া হয়েছে। ব্যানারের ছবি ছিল জেলা তৃণমূলের সভাপতি সৌমেন বেলথরিয়ার, রঘুনাথপুর পৌরসভার পৌরপ্রধান তরণী বাউরির এবং রঘুনাথপুর তৃনমূলের সভাপতি বিষ্ণুচরন মেহতার। এমনকি সৌজন্য ও প্রচারে যাদের নাম ছিল সেটাও ঢেকে দেওয়া হয়। মঙ্গলবার সকালে পুরুলিয়া জেলার রঘুনাথপুর শহরে একাধিক পোস্টারে দেখা গেল এরকমই চিত্র। আর এই প্রচার ব্যানার কে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির দাবি রঘুনাথপুর শহরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আছে এবার তাকে ঢাকাতে প্রচার ব্যানার গুলিতে নিজেদের ছবি ঢাকাতে আরম্ভ করেছে তৃণমূল নেতারা। গোষ্ঠীদ্বন্দ্বের কথা উড়িয়ে দিয়ে তৃণমূলের দাবি দলীয় নির্দেশ অনুযায়ী দলনেত্রী ছাড়া প্রচার পোস্টার-ব্যানারে কোন নেতার নাম ও ছবি থাকবে না তাই আমাদের এই সিদ্ধান্ত।