শুভেন্দু অধিকারীর পথে হেঁটে এবার পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ভবেশ চট্টোপাধ্যায় পদ থেকে পদত্যাগ করলেন। দীর্ঘদিন ধরে দাদার অনুগামী পুরুলিয়া জেলায় পরিচিত ভবেশ বাবু জেলার সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ছিলেন। এদিন লিখিত আকারে জেলা সভাপতি গুরুপদ টুডু কে পদত্যাগপত্র পাঠান ভবেশ চট্টোপাধ্যায়। তিনি এর আগে রঘুনাথপুর পৌরসভার পৌর প্রধান ছিলেন এবং পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর।