কলকাতা : কলকাতার ভবানীপুর ও মুর্শিদাবাদের সামসেরগঞ্জ ও জঙ্গিপুরে জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থীরা৷ ভবানীপুর উপনির্বাচনে ৫৮ হাজার ৮৩৫ ভোটে জিতেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জঙ্গিপুরে ৯২,৬১৩ ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী জাকির হোসেন৷ আর সামসেরগঞ্জের তৃণমূল প্রার্থী আমিরুল ইসলাম ২৬ হাজার ১১১টি ভোটে জয়ী হয়েছেন৷ সবমিলিয়ে তিন কেন্দ্রেই ছিনিয়ে নিল তৃণমূল কংগ্রেস৷ আর ২০২১-এর বিধানসভা ভোটে ভবানীপুরের তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়ের দ্বিগুণ ব্যবধানে জয় পেয়েছেন তৃণমূল সুপ্রিমো।

এমনকী, ২০১১ সালের নির্বাচনের থেকেও এবার বেশি ভোট পেয়েছেন মমতা৷ রেকর্ড গড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ রেকর্ড ভোটে জেতার পর সাধারণ মানুষকে ধন্যবাদ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ভোটে জেতার পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ভিকট্রি সাইন দেখাবো না তিন আঙুল দেখাবো কারণ আমরা তিনজন লড়েছি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here