পুরুলিয়া : তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করার পর শুভেন্দু অধিকারী কে গাদ্দার বললেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের কডিনেটর তথা জেলা সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়। শুভেন্দুর বিজেপিতে যোগদানের পর ও তৃণমূল কংগ্রেসের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার পর রবিবার সন্ধ্যায় পুরুলিয়া শহরে আপদ বিদায় নিয়েছে বলে মিছিলে শামিল হলেন শতাধিক তৃণমূল নেতাকর্মীরা। এদিন তৃণমূল কর্মীরা ঢাকঢোল পিটিয়ে পুরুলিয়া শহরে মিছিল করেন এবং স্থানীয় মানুষদের মিষ্টি বিতরণ করেন।