বিএসএফ জওয়ান শহীদ অভিজিৎ নন্দীর স্মৃতির উদ্দেশ্যে রক্তদান শিবির আয়োজন করল সিপিআইএমের যুব সংগঠন ডিওয়াইএফআই।
পুরুলিয়া জেলার সাঁতুড়ি থানার অন্তর্গত রাঙ্গাডাঙ্গা হাই স্কুলে অনুষ্ঠিত হয় এই রক্তদান শিবির। শহীদ অভিজিৎ নন্দীর ভাই রঞ্জিত নন্দী রক্তদান করে শিবিরের উদ্বোধন করেন। ডি ওয়াই এফ আই এর সাঁতুড়ি লোকাল প্রস্তুতি কমিটির উদ্যোগে শহীদ বিএসএফ জওয়ান অভিজিৎ নন্দীর স্মৃতির উদ্দেশ্যে রক্তদান শিবির এদিন তিনজন মহিলা সহ মোট 35 জন রক্ত দান করেন। উপস্থিত ছিলেন ডিওয়াইএফআইয়ের জেলা নেতৃত্ব থেকে শুরু করে সাঁতুড়ি এলাকা কর্মীবৃন্দ।