মঙ্গলবার সকালে 10.30 নাগাদ পুরুলিয়া বরাকর রাজ্য সড়কের ওপর রঘুনাথপুর থানার অন্তর্গত বুন্দলা পুল সংলগ্ন এলাকা দুর্ঘটনাটি ঘটে। । পুলিশ সূত্রে জানা যায় মৃত ব্যক্তির নাম বাবলু সিং (৪৫) বাড়ি নিতুড়িয়ার থানা এলাকায়, আহত পুত্রের নাম চিরঞ্জিত সিং । প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন রঘুনাথপুর থেকে আসানসোল গামী একটি বাইকের সঙ্গে রঘুনাথপুর গামী একটি ডাম্পার সংঘর্ষ হয়। ঘটনাস্থলে গুরুতর আহত হয় পিতা ও পুত্র । ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রঘুনাথপুর থানার পুলিশ । আহতদের উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকে বাবলু সিং কে মৃত বলে ঘোষণা করেন, আহত চিরঞ্জিত সিং কে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয়েছে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে । পুলিশের প্রাথমিক অনুমান বাইক চালক বাবলু সিং এর মাথায় হেলমেট না থাকায় তিনি গুরুতর জখম হন পরে হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘাতক ডাম্পার টাকা আটক করেছে রঘুনাথপুর থানার পুলিশ। যদিও চালক এবং খালাসী পলাতক বলে জানিয়েছে পুলিশ।