জয়চন্ডী পাহাড় পর্যটন উৎসব কমিটির উদ্যোগে প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্মরণ সভা

হীরক রাজার দেশ হিসেবে পরিচিত পুরুলিয়া জেলার রঘুনাথপুরের জয়চন্ডী পাহাড়ের আনাচে-কানাচে ছড়িয়ে রয়েছে প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্মৃতি। কারণ সেই চলচ্চিত্রের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। আর সেই কালজয়ী চলচ্চিত্রকে কেন্দ্র করে সুখ্যাতি ছড়িয়েছে জয়চন্ডী পাহাড়ের। গড়ে উঠেছে জয়চন্ডী পাহাড় পর্যটন ক্ষেত্র। তাই প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণে স্বভাবতই মর্মাহত জয়চন্ডী পাহাড় পর্যটন কমিটির সদস্যরা। সোমবার বিকেলে কমিটির সদস্যরা জয়চন্ডী পাহাড়ের পাদদেশে অভিনেতার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করতে এক স্মরণসভার আয়োজন করেন । এদিন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান করে তার মহান কৃতিত্বের স্মৃতিচারণা করা হয়।