নিতুরিয়া-চুরি যাবা মোবাইল উদ্ধার করল পুরুলিয়া জেলার নিতুড়িয়া থানা পুলিশ। নিতুরিয়া থানার বিভিন্ন এলাকা থেকে মাসকয়েক ধরে বিভিন্ন ঘটনায় ছটি মোবাইল চুরি হবার অভিযোগ দায়ের হয় থানায়। খবর পেয়ে ঘটনার তদন্ত শুরু করে নিতুড়িয়া থানার পুলিশ। শেষমেষ মোবাইল গুলি উদ্ধার করে পুলিশ। বৃহস্পতিবার নিয়ম বিধি মেনে মোবাইল মালিকদের হাতে তুলে দেওয়া হয় মোবাইল গুলি। মোবাইল পেয়ে পুলিশের এই কাজের প্রশংসা করলেন মোবাইল মালিকরা।