গলায় দড়ির ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন এক সিভিক ভলান্টিয়ার। মৃত সিভিক ভলান্টিয়ার এর নাম রাহুল নন্দী (৩০), বাড়ি পুরুলিয়ার আদ্রা থানার গোঁসাইডাঙ্গা গ্রামে। তিনি আদ্রা থানার সিভিক ভলান্টিয়ার ছিলেন।
পরিবার সূত্রে খবর, তাদের অজান্তে বাড়ির একটি ঘরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন রাহুল। পরিবারের সদস্যদের ঘটনাটি নজরে আসতেই পরিবারের লোকেরা চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসেন। এরপর তড়িঘড়ি ফাঁস কেটে উদ্ধার করে রাহুলকে রঘুনাথপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এরপর পুলিশ মৃতদেহটি উদ্ধার করে পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।