কেন্দ্রীয় বিজেপি সরকার রেল সহ বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থা(কোল, বিদ্যুৎ, বিমান, বিমা ইত্যাদি) বেসরকারিকরণের প্রতিবাদে আজ রেল শহর আদ্রাতে দলমত নির্বিশেষে বিশিষ্ট নাগরিক দের নিয়ে গঠিত “নাগরিক প্রতিরোধ মঞ্চের” পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। প্লাকার্ড ফেস্টুন সহ এই বিক্ষোভ নেতাজী মূর্তি সংলগ্ন এলাকায় হয়। বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন প্রাক্তন রেল কর্মচারী ও রেল শ্রমিক আন্দোলনের বরিষ্ঠ নেতা এম. কে. সিনহা। সভাশেষে একটি বিক্ষোভ- মিছিল শহরের মূল রাস্তা ধরে পরিক্রমন করে।
এছাড়াও পুরুলিয়া শহর ও ঝালদা তে আজ নাগরিক প্রতিরোধ মঞ্চের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
Home পুরুলিয়া জেলা আদ্রা কেন্দ্র সরকারের রাষ্ট্রয়ত্ত সংস্থাগুলির বেসরকারিকরণের প্রতিবাদে নাগরীক প্রতিরোধ মঞ্চের বিক্ষোভ কর্মসূচি।