পুরুলিয়া : বেশ কয়েক বছর আগে পুরুলিয়া রঘুনাথপুর মহকুমা তে গড়ে উঠেছিল ডিভিসির তাপবিদ্যুৎকেন্দ্র ।তাপবিদ্যুৎ কেন্দ্রের পাশে নিতুরিয়া এবং রঘুনাথপুর 2 নম্বর ব্লকের প্রায় 100 বিঘা জমি গত পাঁচ বছর ধরে আগাছায় ভরে আছে । তাপবিদ্যুৎ কেন্দ্রের কুলিং টাওয়ার এবং টারবাইনের দূষিত জল জমিতে ঢুকে গিয়ে জমির উর্বরতা শক্তি একেবারে নষ্ট করে দিয়েছে। বছরে দুবার সেখানে ধান চাষ করতেন কৃষকরা। কিন্তু গত পাঁচ বছর ধরে সে জমিতে চাষ করা তো দূরের কথা ট্রাক্টর অবধি নামাতে পারেন না এমনটাই অভিযোগ ক্ষতিগ্রস্ত কৃষকদের।অসহায় মানুষগুলোর বহুবার ডিভিসি কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনকে জানিয়েছেন। তাতেও কোনো লাভ হয়নি ।অনেকেই বাইরে কাজ করতে চলে গেছেন। এলাকার কৃষকদের অবস্থা বুঝতে ও জানতে বৃহস্পতিবার ক্ষতিগ্রস্ত এলাকায় যান পশ্চিমবঙ্গ হিউম্যান রাইটস কমিশনের সদস্যরা । সাথে ছিলেন প্রশাসনিক কর্তা ব্যক্তিরা।
তারা সেখানে গিয়ে ক্ষতিগ্রস্ত চাষীদের সঙ্গে কথা বলেন। সমস্ত কিছু অভিযোগ লিপিবদ্ধ করেন। পাশাপাশি জেলা প্রশাসনের কর্তা ব্যক্তিদের সঙ্গেও তারা কথা বলেন। প্রতিশ্রুতি দিয়ে যান উপযুক্ত ব্যবস্থা গ্রহণের। ক্ষতিগ্রস্তদের চাষীদের পাশে দাঁড়িয়ে ক্ষতিপূরণের এবং জমি অধিগ্রহণের দাবি তুলেছেন প্রাক্তন সাংসদ বাসুদেব আচারিয়া।ডিভিসি কর্তৃপক্ষ দিয়েছেন উপযুক্ত ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি।