খবর আনন্দ-করোনা ভাইরাস ঠেকাতে প্রশাসনের নির্দেশে পুরুলিয়া জেলার সমস্ত ঝারখন্ড সীমান্ত সিল করে দেওয়া হল। মঙ্গলবার নিতুড়িয়া থানা অন্তর্গত পাঞ্চেত জলাধারের কাছে বাংলা ঝাড়খণ্ড সীমান্ত মহেশ নদী চেকপোষ্ট সিল করে দেওয়া হয়েছে , চলছে কড়া নজরদারি। ফিরিয়ে দেওয়া হচ্ছে আগত যানবাহন গুলি কে।পুলিশ কর্মী সঙ্গে স্বাস্থ্য দপ্তরের দল লাগাতার নজরদারি চালাচ্ছে এই সীমানায়। স্থানীয় ভিডিও অজয় কুমার সামন্ত জানান নতুন কোন নির্দেশিকা না আসা পর্যন্ত সিল থাকবে এই চেকপোস্ট।