করোনা আবহে স্থগিত হয়ে গেল মাধ্যমিক পরীক্ষা। মধ্যশিক্ষা পর্ষদের তরফে মঙ্গলবার জানানো হয়, ‘১ জুন থেকে পরীক্ষা নেওয়া অসম্ভব।’ ১ জুন থেকে ১০ জুন পর্যন্ত মাধ্যমিক পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু আপাতত তা স্থগিত করে দিলে মধ্যশিক্ষা পর্ষদ। ফলে মাধ্যমিক পরীক্ষা পিছিয়ে যাবে, না, সম্পূর্ণ বাতিল করে দেওয়া হবে তার জন্য সরকারের সিদ্ধান্তকেই চূড়ান্ত সিদ্ধান্ত বলেই মেনে নেবে মধ্যশিক্ষা পর্ষদ। করোনা মহামারীর রুখতে এখন বঙ্গে চলছে আংশিক লকডাউন। বন্ধ লোকাল ট্রেন চলাচল। সরকারি ও বেসরকারি বাস, মেট্রো চলেছে ৫০%। ফলে পরীক্ষা কেন্দ্রে যেতে হলেও অসুবিধার মুখোমুখি হতে হবে পরীক্ষার্থীদের। সেই সঙ্গে করোনা সংক্রমণ যেভাবে বাড়ছে তাতে পরীক্ষা নেওয়া সম্ভব নয় বলেই জানিয়েছে পর্ষদ।