পুরুলিয়া :- কন্যাসন্তান চেয়ে শুরু মিশ্র পরিবারের পুজো।

বংশে একটি কন্যাসন্তান আসুক— সাধ ছিল রাজারাম মিশ্রের। ঠিক করেছিলেন, বারাণসী যাবেন। অন্নপূর্ণা মন্দিরে। তোড়জোড় যখন চলছে, হঠাৎ স্বপ্নে দেখলেন ফুটফুটে একটি মেয়েকে। লালপাড় শাড়ি। বলছে, গ্রামে দুর্গাপুজো করতে। পুরুলিয়া জেলার আড়ড়া গ্রামের মিশ্র পরিবারের তিনশো বছরেরও বেশি পুরনো দুর্গাপুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে এমনই জনশ্রুতি। এখনও সেখানে পুজোর সমস্ত দায়িত্ব কাঁধে নেন বাড়ির মেয়েরাই।

পুরুলিয়া জেলার রেলশহর আদ্রার পাশেই আড়রা গ্রাম।বাড়ির বর্তমান প্রজন্মের সদস্যরা জানান, ‘‘৩১৭ বছর আগে শুরু হয় এই দুর্গাপুজো বংশের পূর্বজরা এই পুজো শুরু করেন কারণ সেই সময় বংশে কন্যা সন্তান ছিল না, দেবীর স্বপ্নাদেশের পর কাশীপুর রাজার অনুমতিতে প্রথমে অস্ত্র পুজো তারপর ঘট স্থাপন ১০০ বছর ধরে চলছে মুর্তি পূজো, এরপর সেই সময় বংশে কন্যা সন্তান প্রাপ্তি হয়, বর্তমানে এই পরিবারে আর কন্যা সন্তানের অভাব হয়নি।বংশ-পরম্পরা অনুযায়ী এই পুজো চলে আসছে ,বাড়ির মহিলারা পুজোয় বিশেষভাবে অংশগ্রহণ করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here