খবর আনন্দ-পুরুলিয়া জেলা পুলিশের হাতে ধরা পড়ল আন্তঃরাজ্য বাইক পাচারকারী দল। ঝাড়খন্ড সীমান্তে সক্রিয় এক বাইক পাচারকারী গ্যাং এর কাছ থেকে উদ্ধার করা হল 54 টি বিভিন্ন কোম্পানির মোটরসাইকেল । ঘটনায় জড়িত থাকার অপরাধে 15 দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুরুলিয়া জেলা পুলিশ । জানা যায় পুরুলিয়া জেলা জুড়ে প্রায়ই ঘটতো বাইক চুরির ঘটনা।এই ঘটনার পিছনে এই দলের হাত রয়েছে’ বলে প্রাথমিক অনুমান পুলিশের। ঘটনার সঙ্গে আরো অনেকে জড়িত আছে তাদের তল্লাশি চালাচ্ছে পুরুলিয়া জেলা পুলিশ।
KAPURULIA (YouTube)
KHABAR ANANDA (Facebook)
www.khabarananda.com