বুধবার আদ্রা ডি আর এম অফিসে বসে করোনা সংক্রান্ত আলোচনা করেন জেলা শাসক রাহুল মজুমদার এছাড়াও উপস্থিত ছিলেন আদ্রা ডিভিশন এর ডিআরএম নবীনকুমার ও এসডিও রঘুনাথপুর।রেলের হাসপাতাল পরিদর্শন করেন জেলাশাসক।পার্শ্ববর্তী এলাকায় containment zone গুলিও ঘুরে দেখেন তিনি।এবিষয়ে প্রয়োজনীয় নির্দেশ ও দেওয়া হয়।
Home পুরুলিয়া জেলা আদ্রা আদ্রা ডিভিশন এর ডিআরএম কে সঙ্গে নিয়ে কন্টাইন্মেন্ট জেন পরিদর্শন করলেন জেলাশাসক...