পুরুলিয়া (আদ্রা) : পুরুলিয়া জেলার রেল শহর আদ্রার একটি কমিউনিটি হলের পাশের রাস্তা থেকে এক নবজাতক শিশু কন্যা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায় l রবিবার সকালও প্রতাভ্রমনকারীরা কমিউনিটি হলের পাশ দিয়ে যাওয়ার সময় শিশুর কান্না শুনে শিশুটিকে দেখতে পান l সে সময় স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান ও সেখান দিয়ে পার হচ্ছিলেন l তাঁর ই তৎপরতায় চাইল্ড লাইন এসে শিশু টিকে উদ্ধার করে l চাইল্ড লাইনের সদস্যরা শিশুটিকে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে। তবে কিভাবে এই নবজাতক শিশু কন্যা এখানে এলো তার খোঁজ শুরু করেছে আদ্রা থানার পুলিশ।