আদিবাসী দম্পতির মুন্ডুহীন দেহ উদ্ধার । ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার আর্শা থানার তানাসি গ্রামে।মৃত দম্পতির নাম পাতই মাঝি(৬৫) ও লেশকি মাঝি (৬০) তারা সম্পর্কে স্বামী স্ত্রী।আজ সকালে তাদের বাড়ী থেকে মৃতদেহ পুলিশ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলে আর্ষা থানার পুলিশ গিয়ে দুটি রক্তাত্ব মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে।পুলিশ সূত্রে খবর স্বামী স্ত্রী একটি বাড়িতে থাকতেন। আজ সকালে সূত্র মারফত তাদের খুনের খবর পায় পুলিশ, কোনো ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়েছে এই দম্পতিকে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ অবশ্য কোনো অস্ত্র উদ্ধার করতে পারেনি। পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতালে পাঠিয়েছে।তার ছোট ছেলে মুকুন্দ মাঝি জানিয়েছে কি কারণে তার মা-বাবাকে খুন করা হয়েছে বুঝতে পারছি না, বছর খানেক আগে জমি বিবাদের কারণে পারিবারিক সমস্যা হয়েছিল যদিও সে পড়ে মিটে যায় বলে জানিয়েছে তার ছেল।গ্রামে দু দুটি খুনের ঘটনা ঘটলেও মুখ খুলতে নারাজ গ্রামবাসীরা। ঘটনার তদন্ত শুরু করেছে আর্শা থানার পুলিশ।