পুরুলিয়া (রঘুনাথপুর) : অপুষ্ট শিশুর চিকিৎসার জন্য তার বাড়িতে পৌঁছালেন রঘুনাথপুরের মহকুমা শাসক প্রিয়দর্শিনী ভট্টাচার্য। পুরুলিয়া জেলার সাঁতুড়ি ব্লকের ঢেঁকশিলা গ্রামের মালপাড়ায় অরূপ মালের তিন মাসের পুত্র সন্তান অপুষ্ট জনিত সমস্যা দেখা দেয়। খবর পেয়ে মঙ্গলবার তার বাড়িতে পৌঁছান মহকুমা শাসক প্রিয়দর্শিনী ভট্টাচার্য , সাতুড়ি ব্লকের ব্লক স্বাস্থ্য আধিকারিক আশীষ বিশ্বকর্মা সহ আইসিডিএস কর্মীরা। শিশুটির অপুষ্ট জনিত সমস্যার পাশাপাশি বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দেওয়ায় তাকে প্রথমে পুরুলিয়া দেবেন মাহাতো সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজ পাঠানো হবে এবং পরবর্তীতে পুষ্টি পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হবে বলে জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।