রঘুনাথপুর,আদ্রা থানার অন্তর্গত অরুনাদয় শিশু নিকেতনের আবাসিক এবং মনিপুর কুষ্ঠ পুনর্বাসন কেন্দ্রের আবাসিকদের ড্রাই ফুড ,মাস্ক-স্যানিটাইজার বিলি করা হলো। রবিবার রঘুনাথপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক পূর্ণচন্দ্র বাউরি উদ্যোগে এদিন এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন জেলা তৃণমূলের কডিনেটর মিনু বাউরী ব্লক সভাপতি মিহির বাউরী তৃণমূল নেতা ডী মনোজ কুমার, মধুসূদন দাস সহ একাধিক তৃণমূল নেতা ও কর্মীরা। এই কোভিড মহামারীতে পূর্ণবাবুর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন আবাসনের থাকা সমস্ত আবাসিক। এদিন পূর্ণচন্দ্র বাউরি বলেন এই মহামারীর সময় মানুষকে সহযোগিতা করা এবং মানুষের পাশে দাড়ানো আমাদের লক্ষ্য। তাই বিগত কয়েক দিন ধরে রঘুনাথপুর বিধানসভা এলাকাজুড়ে আমরা সমস্যার পড়া মানুষদের পাশে দাঁড়িয়ে তাদের অল্প একটু সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি।