ধনঞ্জয় চৌবে হত্যাকাণ্ডে গ্রেপ্তার শুটার।গত বাইশে জুন আদ্রা শহরের তৃণমূলের কার্যালয়ের সামনে বসে থাকা অবস্থায় আততায়ীদের গুলিতে খুন হন তৃণমূলের আদ্রা শহর সভাপতি ধনঞ্জয় চৌবে। ঘটনার পর সিট গঠন করে তদন্ত শুরু করে পুরুলিয়া জেলা পুলিশ। ইতিমধ্যেই এই হত্যাকাণ্ডের মাস্টারমাইন আরজু মল্লিক সহ আরো দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার সাংবাদিক বৈঠকে জেলা পুলিশ সুপার জানান বিহারের গোপালগঞ্জ জেলার কাটায়া থানা এলাকা থেকে ঘটনার শুটার রত্নেশ কুমার পান্ডে কে পুলিশ গ্রেফতার করে। ধৃতকে শনিবার রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হলে ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।