রঘুনাথপুর : মোটর বাইকের ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম গৌতম দাস, বয়স ৩৯, বাড়ি পাড়া থানার ফুসড়াবাদ গ্রামে। শনিবার রাতে আদ্রা থানার ডুমুরিয়াকুড়ি গ্রামের কাছে একটি মোটরবাইক তার সাইকেলে ধাক্কা মারে। রাস্তাতেই পড়ে থাকেন গৌতমবাবু। খবর পেয়ে সেখানে টহলরত রঘুনাথপুর থানার পুলিশ তাকে রঘুনাথপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসার কিছুক্ষনের মধ্যেই মৃত্যু হয় তার। রবিবার মৃতদেহ পুরুলিয়া দেবেন মাহাত সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। পুলিশ ঘাতক বাইক আরোহীকে খুঁজচ্ছে।