সাঁতুড়ি : প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের কাজ সরজমিনে খতিয়ে দেখতে 2 সদস্যের কেন্দ্রীয় দল পুরুলিয়া জেলার সাঁতুড়ি ব্লকের বিজেপি পরিচালিত গড়শিকা ও সাতুরি গ্রাম পঞ্চায়েত পরিদর্শন করেন। এই দলে কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্য চন্দন সিংহ , ডিসি রাই নামে দুই আধিকারিক সহ জেলা আধিকারিক ও সাতুরীর জয়েন্ট বিডিও রবিসৌরভ গ্রাম পঞ্চায়েত পৌঁছন। এরপর প্রধানসহ পঞ্চায়েত কার্যালয়ের নির্মাণ সহায়ক ও কর্মীদের সঙ্গে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের বর্তমান অবস্থা খতিয়ে দেখেন। কেন্দ্রীয় প্রতিনিধি দলকে সামনে পেয়ে আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ সহ একশ দিনের কাজের বকেয়া টাকা অবিলম্বে মেটাবার দাবি করেন স্থানীয়রা। প্রতিনিধি দলের সদস্যরা এদিন বেশ কয়েকটি প্রধানমন্ত্রী আবাসের পরিদর্শন করেন এর পাশাপাশি ১০০ দিনের কাজের প্রকল্প সরজমিনে খতিয়ে দেখেন তারা। প্রতিনিধি দলের এক সদস্য জানান ১০০ দিনের কাজের মজুরি অনেক শ্রমিক পাননি এ নিয়ে কেন্দ্রকে জানানো হবে এর পাশাপাশি তিনি বলেন যাদের নাম আবাস যোজনার তালিকা থেকে বাদ হয়েছে তা খতিয়ে দেখে প্রশাসনকে রিপোর্ট দেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here