রঘুনাথপুর : রঘুনাথপুরে জয়চন্ডী পাহাড়ের পাদদেশে অনুষ্ঠিত হল অষ্টম বর্ষ জয়চন্ডী কাপ ২০২৩ ক্রিকেট প্রতিযোগিতার ফাইনাল খেলা। রবিবার ফাইনালে মুখোমুখি হয় আদ্রা ওয়ারলেস বনাম রঘুনাথপুরের নন্দুয়াড়ার জয় মা চন্ডী একাদশ। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে আদ্রা ওয়ারলেসের ব্যাটসম্যানেরা ৮ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ৯৮ রান করে। জবাবে ব্যাট করতে জয় মা চন্ডী একাদশ ৫ উইকেটে ৭০ রানে গুঁটিয়ে যায়। জয়ী হয় আদ্রা ওয়ারলেস। ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয় ইন্দ্র ও ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয় অঙ্কুশ। আয়োজকেরা জানান। দুইদিন ব্যাপী এই ক্রিকেট প্রতিযোগিতায় মোট আটটি দল অংশগ্রহণ করে।