অখিল ভারতীয় মারুয়াড়ি মহিলা সম্মেলনের উদ্যোগে সৈনিক রক্ষা সূত্র অভিযান রঘুনাথপুরে অনুষ্ঠিত হলো। বৃহস্পতিবার সংগঠনের জোন একের অন্তর্গত ৪১০০ রাখি দেশের জম্মু-কাশ্মীর সীমান্তে সেনা জোয়ানদের উদ্দেশ্যে পাঠানো হলো। এদিন রঘুনাথপুর ব্লক একের জয়েন্ট বিডিও সুকান্ত কুণ্ডু ও রঘুনাথপুর থানার সাব ইন্সপেক্টর মুকুল কর্মকার কে রাখি পরিয়ে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির শুভ সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের জাতীয় পরিবেশ বিষয়ক সভাপতি মধু সিংহানিয়া, সংগঠনের রঘুনাথপুর শাখার সভাপতি উর্মিল সারাউগি, সম্পাদক রীচা সিংহানিয়া সহ সংগঠনের একাধিক সদস্যরা। উর্মিল সারাওগি জানান অখিল ভারতীয় মারওয়ারী মহিলা সম্মেলনের জাতীয় সভাপতি নিরা বথবাল এবং রাজ্য সভাপতি ববিতা বগরিয়া নির্দেশে ও সংগঠনের সমস্ত সদস্যদের সহযোগিতায় শ্রেনিক রক্ষা সূত্র অভিযানের অন্তর্গত আমরা সকলেই নিজের হাতে রাখি তৈরি করেছি এই রাখি গুলো সীমান্তে দেশের রক্ষার জন্য যে ভাই দাদারা সারাক্ষণ কাজ করছেন তাদের উদ্দেশ্যে পাঠানো হচ্ছে। এদিন সংগঠনের পক্ষ থেকে 4100 রাখির পাশাপাশি সেনা জওয়ানদের জন্য চিঠিও পাঠানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here