পুরুলিয়া কানালী গ্রামে বাবা ও ছেলেকে খুনের ঘটনার তদন্তে নেমে এক সপ্তাহের মধ্যেই ৩ অভিযুক্তকে গ্রেফতার করলো পুরুলিয়া জেলা পুলিশ ও সিআইডির তদন্তকারি দল । শনিবার অভিযুক্তের পুরুলিয়া জেলা আদালতে পেশ করলে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিল বিচারক ।ধৃত অভিযুক্তরা হলেন পশ্চিম বর্ধমানের বাসিন্দা মাণ্ডিল বিভলোর ও মনয় বেদ, এবং ঝাড়খণ্ডের বাসিন্দা দীনেশ পাশি । প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, লুটের জন্য এই খুনের ঘটনা হয়ে থাকতে পারে । তবে ধৃতরা কোন সুপারি কিলার বা ভাড়াটে খুনি নয় দাবি পুলিশের । যদিও এই খুনের ঘটনায় মৃতদের পরিবারের সদস্য সদস্যাদের দাবি, “এই খুনের ঘটনার সঙ্গে আরও অনেকেই জড়িত থাকতে পারে । অবিলম্বে সকল অভিযুক্তদের গ্রেফতার করতে হবে।
প্রসঙ্গত, গত ৯ জুলাই শনিবার রাত প্রায় ৯ টা নাগাদ চাষরোড পেট্রোল পাম্পে কাজ করে বাইকে করে বাড়ি ফিরে আসার সময় পুরুলিয়া মফস্বল থানার কানালি গ্রামের অদূরে দুষ্কৃতীদের হাতে খুন হন বাবা মদন চন্দ্র পান্ডে এবং ছেলে কানাই পান্ডে। তাদের বাইক ও দুটি মোবাইল ও টাকা লুঠ করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনার তদন্তে নেমে বিভিন্ন সুত্র ধরে ওই ৩ অভিযুক্তকে গ্রেফতার করে তদন্তকারী দল ।