2021 এর বিধানসভা কে পাখির চোখ করে দলকে চাঙ্গা করার লক্ষ্যে রঘুনাথপুর বিধানসভার আদ্রা অপার বিনিয়াশোল এলাকায় BJP র নতুন নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন হলো। এই নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন জেলা বিজেপির সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী। উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক কমলাকান্ত হাঁসদা, সম্পাদক বানেশ্বর মুখার্জি রাজেশ চীন্না সহ একাধিক পদাধিকারী ও বিজেপির কার্যকর্তা। এদিন নির্বাচনী কার্যালয় এর উদ্বোধনের পর এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের যুবক বিজেপিতে যোগদান করেন তার হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা সম্পাদক কমলাকান্ত হাঁসদা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here