পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ পূর্ত দফতরের রাস্তা উদ্বোধনে মন্ত্রী। পুরুলিয়া জেলার বাগমুন্ডি ব্লকের রাঙামাটি মোড় থেকে তুন্তুড়ি – সুইসা ভায়া গাগী গ্রাম একটি নতুন বিটুমিনাস সড়ক নির্মাণ এর শুভ উদ্বোধন হলো মঙ্গলবার। উদ্বোধন করেন পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সন্ধ্যারানী টুডু।। এছাড়াও উপস্থিত ছিলেন বাগমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাতো, পুরুলিয়া জেলা পরিষদের শিক্ষা-সংস্কৃতি – তথ্য – ক্রীড়া কর্মাধ্যক্ষ্য গুরুপদ টুডু, ক্ষুদ্র শিল্প ও বিদ্যুৎ অচিরাচরিত শক্তির কর্মাধ্যক্ষ্য নমিতা সিং মুড়া, বাগমুন্ডির বিডিও দেবরাজ ঘোষ, বাগমুন্ডি পঞ্চায়েত সমিতির সভাপতি ক্ষুদিরাম কৈবর্ত প্রমুখ।