পুরুলিয়া : মঙ্গলবার পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে বলরামপুর বিধানসভার বলরামপুর গ্রাম পঞ্চায়েতের চার জন বিজেপি সদস্য রাজেশ গরাঁই, চিত্তরঞ্জন কৈবর্ত, কবিতা কুমার ও মালতী মাহাত এবং জেডপি-১১ র মন্ডল সহ-সভাপতি দিলীপ কুমার সহ ৭০ টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূলের রাজ্যের সাধারণ সম্পাদক শান্তিরাম মাহাত ,জেলা তৃণমূল সভাপতি সৌমেন বেলথরিয়া ও জেলা তৃণমূল চেয়ারম্যান হংসেশ্বর মাহাতো। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা তৃণমূল যুব সভাপতি মেঘদূত মাহাত ও বলরামপুরের তৃণমূল যুব সভাপতি সুপ্রিয় মুখার্জি ।