পুরুলিয়া : খোদ জগন্নাথ মহাপ্রভুর মন্দির এর অন্তর্ভুক্ত জমি দখল হয়ে যাচ্ছে নামে বেনামে আর এই দখল রুখতে অবশেষে বলরামপুর ভুমি ও ভুমি সংস্কার দফতর এর সামনে ধরনায় বসলেন বীরভদ্র মাঝি ও রামচন্দ্র মাঝি নামে দুই ব্যাক্তি। পরে অবশ্য ব্লক ভুমি দপ্তর এর আধিকারিকের আশ্বাস পাওয়ায় অবস্থান তুলে নেন জমি রক্ষা কমিটির সদস্যরা।এবিষয়ে জমি রক্ষা কমিটির সদস্য বীরভদ্র মাঝি বলেছেন,জগন্নাথ শুভদ্র ও বলরাম মহাপ্রভুর নামে যে জমি রয়েছে তা কয়েকজন সেবায়েত নিজের নামে রেকর্ড করে নিয়েছে এবিষয়ে ১৯৯৬ সালে থেকে আইনের দারস্থ হয়েছি।তারপর ২০০০ সালে ভুমি দপ্তর এর উর্ধতন কতৃপক্ষ আমাকে নোটিশ করে ডেকে পাঠায়, আমি শুধু তাদের জানাই মন্দির এর জমি কোনো সেবাইতের নামে হবে না যাতে এর রেকর্ড জগন্নাথ মহাপ্রভুর নামে একটি বোর্ড গঠন করে করা হয়।২০০৫ সালে খোঁজ নিতে গিয়ে জানতে পারি সেবাইতরা নিজেদের নামে রেকর্ড করে নিয়েছে। তার দাবী মন্দির এর জমি যাতে মন্দির এর নামে রেকর্ড হয় সেই দাবীতে বার বার ভুমি সংস্কার ও ভুমি রাজস্ব দপ্তর এ জানিয়েও আজোও কোনো সদুত্তর না মেলায় আজ দপ্তর এর সামনে ধরনায় বসেন।পরে বলরামপুর ব্লক এর ভুমি রাজস্ব আধিকারিক তাঁকে এই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস দিলে ধর্না প্রত্যাহার করে নেন বীরভদ্র মাঝি ও তার সহযোগীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here