পুরুলিয়া : রঘুনাথপুর মহাকুমা ক্রীড়াঙ্গনে বৃহস্পতিবার শুরু হলো স্বর্গীয় অনাদি প্রসাদ মনি স্মৃতি সুপার ডিভিশন ফুটবল প্রতিযোগিতা। পরিচালনায় রঘুনাথপুর মহাকুমা ক্রীড়া সংস্থা। এদিনেই খেলার উদ্বোধন করেন রঘুনাথপুর থানার আই সি সঞ্জয় চক্রবর্তী। সংস্থার সম্পাদক ভবেশ চ্যাটার্জী জানান রঘুনাথপুর মহাকুমার মোট 10 টি দল অংশগ্রহণ করেছে এই ফুটবল প্রতিযোগিতায়। আজ প্রথম দিনের খেলায় ২-১ গোলে মহুল বাড়ি কে পরাজিত করে নদাহা একাদশ জয়লাভ করে।