ইতিহাস গড়লেন নীরজ চোপড়া। টোকিও অলিম্পিকে জ্যাভলিন থ্রোয়ে সোনা জিতলেন তিনি। এটাই টোকিও অলিম্পিকে ভারতের প্রথম সোনা জয় এবং অলিম্পিক ইতিহাসে অ্যাথলেটিক্সে প্রথম সোনা ভারতের। অভিনব বিন্দ্রার পর দ্বিতীয় ভারতীয় অ্যাথলিট হিসেবে এই কৃতিত্ব গড়লেন নীরজ।
জ্যাভলিন কোয়ালিফিকেশনে ৮৬.৫৯ মিটার দূরত্ব পার করে ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করেন নীরজ। আর আজ প্রথম থ্রোয়ে ৮৭.০৯ মিটার দ্বিতীয় থ্রোয়ে ৮৭.৫৮ মিটার এবং তৃতীয় থ্রোয়ে ৭৬.৭৯ মিটার দূরত্ব পার করে। এরপর চতুর্থ এবং পঞ্চমবার ফাউল থ্রো করেন তিনি। তবে দ্বিতীয় থ্রোয়ের পর থেকেই এক নম্বরে চলে আসনে তিনি। আর পরবর্তী কয়েকটি রাউন্ড পর্যন্ত তার এই শীর্ষস্থান অক্ষুণ্ণ থাকে এবং স্বর্ণপদক জয় করেন নীরজ।