পুরুলিয়া-2নং ব্লকের বিডিও এর কাছে ডেপুটেশন
—————————————
দ্রুততার সঙ্গে বিনামূল্যে সব’জনীন টিকাকরণ, কোভিড এর বিধিনিষেধের ফলে কম’হীন পরিবার কে মাসিক দশ হাজার টাকা অনুদান, প্রকৃত গরিব ও গৃহহীন মানুষের নাম বাংলার আবাস যোজনায় অন্তর্ভুক্ত সহ বিভিন্ন দাবিতে ফরওয়ার্ড ব্লক, পুরুলিয়া-2 নং লোকাল কমিটির পক্ষ থেকে বিডিও কাছে ডেপুটেশন দেওয়া হয়। উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্য চন্দন চ্যাটার্জি, লোকাল কমিটির সম্পাদক রাজ কিশোর সিংহ প্রমুখ নেতৃবৃন্দ