কর্মরত অবস্থায় মৃত্যু হল আইটিবিপি জওয়ান এর,,,,, গালওয়ান সীমান্ত ঘটনার প্রায় এক বছর অতিক্রম হয়ে গেলেও উত্তেজনার পারদ এখনো বজায় রয়েছে। তাই ভারত চিন লাদাখ সীমান্তে চলছে কড়া নজরদারি। পুরুলিয়ার রঘুনাথপুর এর নপাড়া গ্রামের বাসিন্দা নিরঞ্জন কুম্ভকারের আচমকা মৃত্যু হল কর্তব্যরত অবস্থায়। আইটিবিপি 16 নম্বর ব্যাটালিয়নের জাওয়ান নিরঞ্জন কুম্ভকার বয়স 36 মঙ্গলবার রাতে ডিউটি করতে করতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তার সতীর্থরা নিকটস্থ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসা শুরু হয় তার। কিন্তু শেষ রক্ষা হয়নি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আইটিবিপি 16 নম্বর ব্যাটালিয়নের জাওয়ান নিরঞ্জন বাবুর। আকস্মিক ঘটনা সংবাদ শুনে নিরঞ্জন বাবুর পরিবারটিতে শোকের ছায়া নেমে এসেছে। নিরঞ্জন বাবুর বাড়িতে রয়েছেন বৃদ্ধ বাবা-মা, চার বছরের সন্তান, দুইজন দাদা বৌদি।