রঘুনাথপুর : রঘুনাথপুর 1 নম্বর ব্লকের ঝারুখামার মোড় সংলগ্ন পুলের সামনে পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন দুই বাইক আরোহী। বুধবার সকালে দুর্ঘটনাটি ঘটে পুরুলিয়া বরাকর রাজ্য সড়কের উপর হরিডি পুল সংলগ্ন এলাকায়। সেই সময়ে ওই রাস্তা দিয়ে পের হচ্ছিলেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক হাজারী বাউরী তৎক্ষণাৎ তিনি গাড়ি থেকে নেমে পুলিশ প্রশাসনকে খবর দেন এবং চিকিৎসার জন্য দুইজনকে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা গ্রহণ করেন। ঘটনাস্থলে পৌঁছায় নিতুরিয়া থানার পুলিশ। হাজারী বাউরির এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানাই পথচলতি মানুষ।