রঘুনাথপুর থেকে ডিভিসি তাপবিদ্যুৎ কেন্দ্র যাওয়ার মুখ্য রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে চারচাকা গাড়ির দুর্ঘটনায় আহত এক।
রঘুনাথপুর দিক থেকে ডিভিসি তাপবিদ্যুৎ কেন্দ্রে যাওয়ার রাস্তায় দুরমুট গ্রামের কাছে ঘটনাটি ঘটে বেলা ১১ টায়। যেখানে দেখা যায় হলিউড সিনেমার আদালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে প্রায় ১০০ মিটার দূরে গিয়ে রেললাইনের পাশে ছিটকে পড়ে। খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছায় রঘুনাথপুর থানার পুলিশ এবং রঘুনাথপুর ডিভিসি তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে আসে অ্যাম্বুলেন্স।
আহত ব্যক্তিকে প্রথমে তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রাথমিক চিকিৎসালয়ে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তার উন্নত চিকিৎসার জন্য রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।