কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি এবং কৃষকদের আন্দোলনকে সমর্থন জানিয়ে রঘুনাথপুরে তৃণমূল কংগ্রেসের বাইক মিছিল। এদিন রঘুনাথপুর বাস স্ট্যান্ড চত্বর থেকে এই বাইক মিছিল সংঘটিত হয়ে রঘুনাথপুর শহর সহ রঘুনাথপুর 1 নম্বর ব্লক এলাকার কয়েকটি গ্রাম পঞ্চায়েত পরিক্রমা করে চোরপাহাড়ি গ্রামে সমাপ্ত হয়। এদিনের এই বাইক মিছিলে উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক হাজারী বাউরী, পুরুলিয়া জেলা তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদক সাদ্দাম হোসেন আনসারী সহ তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতৃত্ব ও কর্মী সমর্থকেরা।