কোম্পানির রাজ নয় জনগণের ভারতেবর্ষ চাই এই দাবি সহ কৃষক বিল বাতিল ও দিল্লিতে আন্দোলনরত কৃষকদের সংহতি জানিয়ে পুরুলিয়ার ঝালদা ২ নং ব্লকের বেগুনকোদরগ্রাম পঞ্চায়েত এলাকার গ্রাম গুলিতে সাইকেল মিছিল পরিক্রমা অনুষ্ঠিত হয় ফরওয়ার্ড ব্লকের উদ্যোগে। রবিবার লক্ষীপুর, মুরগুমা, চাতমবাড়ি, কেইটা, বড়তলিয়া হয়ে বেগুনককদর পৌঁছায়। মিছিল শেষে বেগুনকদর হাটে হাট সভা অনুষ্ঠিত হয়। এই কর্মসূচি তে নেতৃত্ব দেন জেল সাধারণ সম্পাদক মিহির মাঝি,জেলা সম্পাদক মন্ডলীর সদস্য ধীরেন্দ্রনাথ মাহাতো, যুব নেতা দেবরঞ্জন মাহাতো, জয়সিং মাহাতো প্রমুখ।
ধীরেন্দ্রনাথ মাহাতো জানান যে ভাবে কৃষকদের কর্মনাশা বিল পাশ হয়েছে তা বাতিলের দাবিতে সর্বত্র কর্মসূচি চলছে।