জঙ্গলমহল পুরুলিয়ার 170 টি গ্রাম পঞ্চায়েত এই শুরু হল দুয়ারে সরকার কর্মসূচিl সোমবার সকাল থেকেই সেই কর্মসূচি দেখতে কার্যত পথে নামেন পুরুলিয়ার জেলাশাসক অভিজিৎ মুখোপাধ্যায়l এদিন তার গন্তব্য ছিল মূলত রঘুনাথপুর মহাকুমাl সকাল থেকেই পাড়া ব্লকের আনারা গ্রাম পঞ্চায়েত তারপর রঘুনাথপুর 2 নম্বর ব্লকের চেলিয়ামা হয়ে রঘুনাথপুর 1 নম্বর ব্লকের নতুনডি পঞ্চায়েতের শিবিরে আসেন তিনি, ওই শিবিরের প্রত্যেকটা কাউন্টারে তিনি গিয়ে সরজমিনে খতিয়ে দেখেন বারোটি প্রকল্পের পরিষেবার কাজ ঠিক কেমন ভাবে চলছেl শুধু তাই নয় তারই মধ্যে রঘুনাথপুর এর বি.ডি.ও মহাকুমা শাসক, পঞ্চায়েত কর্মীদের সেইসঙ্গে পুলিশকে নিয়ে একটি বৈঠক সেরে ফেলেন সেই বৈঠক থেকে পুলিশকে বার্তা দেন আপনাদের এখন আর শুধু আইন-শৃঙ্খলা রক্ষার কাজ করলেই হবেনা উন্নয়নের কাজে ঝাঁপিয়ে পড়তে হবেl কারণ রাজ্যে পালাবদলের পর মুখ্যমন্ত্রী চেয়ারে মমতা বন্দ্যোপাধ্যায় বসার পর এই উন্নয়নের সংজ্ঞাও খানিকটা বদলে দিয়েছেন। সাধারনত প্রশাসনের পাশাপাশি পুলিশকেও এই কাজে সামিল করেছেন সেই জন্য পুলিশও আলাদাভাবে বুথ সহায়তা কেন্দ্র এবং নিজেরা গ্রামে গ্রামে গিয়ে এই দুয়ারে সরকার কর্মসূচি এবং পুলিশের গ্রামে গ্রামে গিয়ে সহায়তা কেন্দ্রের মাধ্যমে সমন্বয় সাধনে সামগ্রিক উন্নয়নের লক্ষ্য রাজ্য সরকারেরlপঞ্চায়েতে পঞ্চায়েতে এই শিবিরে আসা সাধারণ মানুষ নিজেদের সমস্যা সমাধান হওয়ায় খুশি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here