আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে আজ মানবাজার বিধানসভায় বিশাল পদযাত্রা করলো ভারতীয় জনতা পাটি। এদিন মানবাজার শহরে এক বর্ণাড্য শোভাযাএার মধ্যদিয়ে মহামিছিলে পা মেলান অসংখ্য দলীয় কার্যকর্তা সহ দলীয় নেতাকর্মীরা।এছাড়াও এদিন একটি পথসভাও করা হয় মানবাজারে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের বিজেপির সহসভাপতি রাজু ব্যানার্জী,পুরুলিয়ার সাংসদ জ্যোতিরময় সিং মাহাত,জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী,জেলার যুব সভাপতি নিলোৎপল সিনহা,জাতীয় পরিসদের সদস্য বিকাশ চন্দ্র,মানবাজার বিধানসভার সভাপতিরা সহ দলীয় অন্যান্য কার্যকতারা ও দলীয় সদস্য সদস্যারা।