পুরুলিয়ার নিতুড়িয়া ব্লকের বাথানেশ্বর সর্বজনীন দুর্গোৎসব কমিটির উদবোধন হল মঙ্গলবার চতুর্থীতে পুজোর দিন। মন্ডপের উদবোধন করেন মণ্ডপে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মন্ত্রী শান্তিরাম মাহাতো,জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়,রঘুনাথপুরের বিধায়ক পূর্ণচন্দ্র বাউরী।