সাজাপ্রাপ্ত এক বন্দীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটলো পুরুলিয়া বিশেষ সংশোধনাগারে। বন্দীর নাম বিষ্ণুপদ ভঞ্জো(৪৮)। তার বাড়ী পূর্বমেদিনীপুর জেলার ভগবানপুর থানা এলাকায়। একটি খুনের ঘটনায় সাজা হয় ২০০৮ সালে। ২০১৫ সাল থেকে পুরুলিয়া বিশেষ সংশোধনাগারে আছেন। মানসিক রুগী হওয়ায় তার চিকিৎসা চলছিলো পুরুলিয়া মেন্টাল কেয়ার হাসপাতালে। গতকাল অন্যান্য দিনের মতো বিকেলে ৫.৩০ টায় বন্দীদের সেলে চলে যায়। রাত্রি ৩ টার সময় সংশোধনাগার কর্তৃপক্ষের কাছে খবর আসে এক বন্দী ওয়ার্ডের বাথরুমের ভেন্টিলেটরের গ্রিলের সাথে গামছা বাঁধা অবস্থায় ঝুলছে। ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত শুরু হয়েছে। কিভাবে এই মৃত্যুর ঘটনা ঘটলো। প্রাথমিক ভাবে পুলিশের ধারণা এটি একটি আত্মহত্যার ঘটনা।
Home খবর আনন্দ স্পেশাল সাজাপ্রাপ্ত এক বন্দীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটলো পুরুলিয়া বিশেষ সংশোধনাগারে।