অগ্রগামী মহিলা সমিতি-র 61 তম প্রতিষ্ঠা দিবস রাজ্য জুড়ে প্রতিবাদ দিবস হিসাবে পালিত হল। খাদ্য-স্বাস্থ্য-কাজের দাবিতে, ক্রমবর্ধমান নারী নির্যাতনের বিরুদ্ধে, নারীদের উপর হিংসা বন্ধ করতে, স্বনির্ভর গোষ্ঠী র ঋন ও সুদ লকডাউন এর সময়ে মকুবের দাবিতে ও রেশনের মাধ্যমে বিনামূল্যে নিত্যপ্রয়োজনীয় জিনিস গরিব মানুষের জন্য সরবরাহের দাবিতে অগ্রগামী মহিলা সমিতি র পক্ষ থেকে আজ কান্টাডি তে রাস্তায় নেমে প্রতিবাদ আন্দোলনে সামিল হোন মহিলা সমিতি র সদস্যা রা। এই প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সুজাতা সিনহা, প্রিয়ংবদা সেনগুপ্ত সহ অন্যান্য মহিলা নেতৃবৃন্দ।