বিদ্যাসাগরের জন্ম দিনে পুরুলিয়া জেলা প্রশাসন উদ্যোগে জেলার মেধাবী মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং এর ছাত্র-ছাত্রীদের প্রবেশিকা জন্য আরম্ভ করল বিদ্যাসাগর পোর্টাল অ্যাপ। শনিবার জেলাশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এই পোর্টাল এর সূচনা করা হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী শান্তিরাম মাহাতো ,জেলা সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়, জেলাশাসক রাহুল মজুমদার, রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ শিবোপ্রদও নন্দজি মহারাজ এছাড়া উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ।এই কোভিড পরিস্থিতির মাঝে ই বিদ্যাসাগরের জন্মদিন এ এই সংক্রান্ত একটি অন লাইন পোটাল চালু হওয়ায় খুশি জেলার ছাত্রছাত্রীরা। থাকছে অনলাইন ক্লাসের জেলার স্বনাম ধন্য শিক্ষা প্রতিষ্ঠান রামকৃষ্ণ মিশন এর নেতৃত্বে শহরের বিশিষ্ট শিক্ষকমন্ডলী এই ক্লাস নিচ্ছেন। ইতিমধ্যেই রসায়ন, গনিত,পদার্থবিদ্যা,জীববিদ্যা র 60 অধ্যায়ের ভিডিও এই পর্তালে দেখা যাচ্ছে। জেলার সমস্ত কন্যাশ্রী ক্লাবে পড়ুয়ারা ফ্রি ওয়াইফাই এর মাধ্যমে এই portal পড়াশুনা করতে পারবেন।