কেন্দ্রীয় সরকারের কৃষি বিলের বিরোধিতায় পথে নামলো তৃণমূল ছাত্র যুব সংগঠন, বুধবার ঝালদা অছুরুরাম মেমোরিয়াল কলেজ থেকে ঝালদা পৌরসভা পর্যন্ত প্রতিবাদ মিছিল হয় যেখানে জেলার বিভিন্ন কলেজের তৃণমূল ছাত্র সংগঠনের ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করেন |
এদিনের প্রতিবাদ মিছিলে পায়েপা মেলান জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি কিরীটি আচারিয়া, ঝালদা অছুরুরাম মেমোরিয়াল কলেজের সাধারণ সম্পাদক নেহাল হাজরা, ঝালদা পৌরসভার 2 প্রশাসক প্রদীপ কর্মকার কাঞ্চন পাঠক সহ শতাধিক কর্মীরা। এদিন আন্দোলনকারীরা অবিলম্বে কেন্দ্র সরকারের আনা কৃষি বিল প্রত্যাহারের দাবি জানান।