রেল সহ সরকারি ও রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে গুলির বেসরকারীকরণ, নানান অজুহাতে কর্মীছাঁটাই, প্লাটফর্ম টিকিট ৫০টাকা করার প্রতিবাদে এবং আলু সহ নিত্য প্রয়োজনীয় জিনিস এর আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধির বিরুদ্ধে আদ্রা, পুরুলিয়া সহ জেলার প্রায় প্রতিটি স্টেশন ম্যানেজারের মাধ্যমে কেন্দ্রীয় রেলমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করল এস ইউ সি আই (সি)। এই স্মারকলিপি এস ইউ সি আই (সি) এর পশ্চমবঙ্গ রাজ্য সম্পাদকের পক্ষথেকে পাঠানো হয়।
এছাড়াও, ট্রেনের হকার দের বিকল্প কাজ এবং পুরুলিয়া জেলা থেকে দুরপাল্লার কয়েকটি ট্রেন ঘুরিয়ে দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবি জানানো হয়।
আজকের কর্মসূচিতে ডেপুটেশনে র আগে আদ্রা ও পুরুলিয়া শহরে মিছিল ও পথসভা হওয়ায় দুই শহরে ব্যপক সাড়া ফেলে। আদ্রাতে নেতৃত্ব দেন এস ইউ সি আই ( সি) এর জেলা সম্পাদক মন্ডলীর সদস্যা সুনীতি ভট্টাচার্য্য এবং পুরুলিয়া তে জেলা সম্পাদকমন্ডলীর সদস্য রঙ্গলাল কুমার।