২০১৯ লোকসভা নির্বাচনে ধাক্কা খেয়ে ২০২১ বিধানসভা নির্বাচন কে পাখির চোখ করে নিজেদের ভোট ব্যাংক ফিরিয়ে আনতে মরিয়া তৃনমুল নেতৃত্ব। জেলার সংগঠন মজবুত করতে দলকে ঢেলে সাজানোর প্রক্রিয়া শুরু করল তৃনমুল নেতৃত্ব। নিজেদের ঘর গোছাতে জেলায় ব্যাপক রদবদল তৃনমুল জেলা নেতৃত্বের। ব্লকে ব্লকে নতুন মুখ এনে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে চাইছে তৃনমুল নেতৃত্ব।পুরুলিয়া জেলা তৃনমুল কংগ্রেসের কার্যালয়ে আজ বিকাল ৪টাই আনুষ্ঠানিক ভাবে তৃনমুল কংগ্রেসের জেলা ও ব্লকের দায়িত্ব প্রাপ্ত নেতাদের নাম ঘোষনা করলেন তৃনমুল জেলা সভাপতি গুরুপদ টুডু। বেশ কয়েকজন তৃনমুলের নতুন জেলা কমিটি স্থান পেয়েছে। নতুন জেনারেল সেক্রেটারি হয়েছেন৩৩ জন। সেক্রেটারী হয়েছেন ৪৯জন। জেলা কমিটির সদস্য সংখ্যা ৮০জন। এছড়াও জেলা পরিষদের নির্বাচিত সদস্যদের সদস্য হিসাবে রাখা হয়েছে। সহ সভাপতির দায়িত্বে রয়েছেন ১৮জন। পুরুলিয়া তৃনমূল কংগ্রেস নেতৃত্বে বড়সড় রদবদল ঘটল।২ মাস আগেই তৃনমূলের পুরুলিয়া জেলা সভাপতি পদ থেকে শান্তিরাম মাহাতো কে সরিয়ে ওই পদের দায়িত্ব দেওয়া হয় ওই পদে মণবাজার থেকে জেলা পরিষদের নির্বাচিত সদস্য তথা শিক্ষা কর্মাধ্যক্ষ গুরুপদ টুডুকে জেলা সভাপতি করা হয়। তবে শুধু জেলা প্রাক্তন জেলা সভাপতি শান্তিরাম মাহাতো কে দলের চেয়ারম্যান করা হয়েছে। জেলা সভাপতিকে সাংগঠনিক ভাবে সাহায্য করার জন্য তিন জনকে কো অর্ডিনেটার পদে নিযুক্ত করা হয়েছে।শহর এবং ব্লকের নতুন ১৫ জনকে আনা হয়েছে।