বিজেপির ডাকে পুরুলিয়া জেলার বিভিন্ন মহকুমা শাসক কার্যালয় গুলির সামনে গণতন্ত্র বাঁচাও অভিযানে সামিল হলেন বিজেপি নেতা ও কর্মীরা। আমফানের ত্রাণ দুর্নীতি, করোনা চিকিৎসা অব্যবস্থা,বিজেপি কর্মীদের হত্যার প্রতিবাদ ও মিথ্যে মামলায় জড়িয়ে হেনস্থা করার অভিযোগ সহ একাধিক দাবিতে শুক্রবার বেলা 11 টা থেকে বিকেল তিনটে তক্ক এই কর্মসূচির মধ্য দিয়ে মহকুমা শাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ অবস্থানে শামিল হন পুরুলিয়া জেলা বিজেপির নেতা ও কর্মীরা।